মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারে ইলিয়াসপত্নী লুনা
সিলেট-২ (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। এ সংবাদ পাওয়ার পর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন তিনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি প্রচারের সূচনা করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুনা বলেন, বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর মার্কা এই ধানের শীষ। এখন সব ভেদাভেদ ভুলে, দুঃখ-কষ্ট ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।
তিনি বলেন, আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মাঠে নেমেছি। আমার স্বামী এম. ইলিয়াস আলী যে গণমানুষের রাজনীতি করতেন, আমি সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করতে বিগত ১৩ বছর ধরে কাজ করছি।
লুনা বলেন, ইলিয়াস আলী সিলেট-২ আসনে অভূতপূর্ণ উন্নয়ন উপহার দিয়েছিলেন। আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর অধিকার ও উন্নয়নই হবে আমার অঙ্গীকার।
এ সময় লুনার সঙ্গে ছিলেন জেলা বিএনপি ও বিশ্বনাথ-ওসমানী নগর বিএনপিরে অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী।

12 hours ago
6









English (US) ·