মাঝরাতে ফাঁকা রাস্তায় বাইকে চড়ে ‘স্টান্ট’ করছিলেন একদল তরুণ। তাদের সঙ্গে ছিলেন তাদের এক বান্ধবী। বাইকে চড়ে ‘স্টান্ট’ করে রিলস ভিডিও তৈরি করতে চেয়েছিলেন তারা। কিন্তু ঘটে যায় অঘটন।
বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বান্ধবীসহ মুখ থুবড়ে পড়েন এক তরুণ। এই খবর জানায় ফ্রি প্রেস জার্নাল।
ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়- সামনের চাকা শূন্যে তুলে বাইক চালাচ্ছেন এক তরুণ। তার পিছনে বসে আছেন এক তরুণী। কিন্তু বাইকের চাকা রাস্তায় নামতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তরুণ।
এরপর বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন তারা। তাদের বাইকের সঙ্গে ধাক্কা লেগে আরও দুই তরুণ মুখ থুবড়ে পড়েন। এই ঘটনা ঘটেছে ভারতে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রিল ভিডিও তৈরি করার জন্য মাঝরাতে ফাঁকা রাস্তায় তরুণীকে সঙ্গে নিয়ে ‘স্টান্ট’ করছিলেন ওই তরুণরা। দুর্ঘটনার শিকার হওয়ার পর তরুণীর পিঠ প্রায় রাস্তায় ঠেকে যায়। পরে বাইকটি সোজা করতে গিয়ে বিপাকে পড়েন তরুণ।
এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন দুজন। বাইক থেকে পড়ে রাস্তায় অনেকখানি গড়িয়ে যান তারা। সময়মতো ব্রেক কষতে না পেরে তাদের বন্ধুরাও ধাক্কা খেয়ে বাইক থেকে ছিটকে পড়েন। ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ওই তরুণদের সমালোচনা করেছেন নেটিজেনরা।

6 hours ago
8









English (US) ·