মাঠে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ

2 hours ago 3

ঝিনাইদহের কালীগঞ্জে মাঠ থেকে এক অজ্ঞাত নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিল।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পুকুরিয়া গ্রামের মাঠের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে পুকুরিয়া গ্রামের কয়েকজন নারী হাঁটতে বের হয়। এ সময় তারা গ্রামের বড় খালপাড় মাঠের মধ্যে পুকুরিয়া-মোল্লাকোয়া রাস্তার ওপর এক নারীর লাশ দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিল। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।

Read Entire Article