সম্প্রতি ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঝাংয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজন।
বুধবার শোরকোটের হজরত সুলতান বাহুর মাজার এলাকায় ‘মুসলিম ইনস্টিটিউট’-এর আয়োজনে হাজারো মানুষ একত্রিত হয়ে মানব আকৃতিতে গঠন করেন পাকিস্তানি জি-১০সি যুদ্ধবিমানের প্রতিরূপ। এই যুদ্ধবিমান সম্প্রতি ভারতের রাফাল বিমান ভূপাতিত করে আলোচনায় আসে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি শুধু একটি চিত্র প্রদর্শনী নয়, বরং এটি দেশের সশস্ত্র বাহিনীর সাহস, সক্ষমতা ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শনের প্রতীক।
উপস্থিত জনগণ পাকিস্তান বিমানবাহিনীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। একইসঙ্গে এ ধরনের কর্মসূচিকে জাতীয় ঐক্য ও দেশপ্রেমের বার্তা হিসেবেও দেখছেন।
এই ব্যতিক্রমধর্মী আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।

5 months ago
99









English (US) ·