মানিকগঞ্জে ২টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

6 hours ago 6

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে মানিকগঞ্জের তিনটি আসনের মধ্যে দুটিতে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মানিকগঞ্জের দুটি আসনে প্রার্থী হলেন যারা : মানিকগঞ্জ-১ (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি। মানিকগঞ্জ-২ (হরিরামপুর ও সিংগাইর) আসনে সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

দীর্ঘদিন ধরে জেলা বিএনপির রাজনীতিতে সত্রিুয় আফরোজা খানম রিতা। বিএনপির গত ১৭ বছরের দুঃসময়ে এ জেলার নেতাকর্মীদের ওপরে ছায়া দিয়ে রাজপথে সংগ্রাম করেছেন তিনি। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা। অন্য দিকে মঈনুল ইসলাম খান শান্ত বিএনপির তৃণমূল পর্যায়ে সুপরিচিত মুখ। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

মঈনুল ইসলাম খান শান্ত ও আফরোজা খানম রিতার মনোনয়ন ঘোষণায় জেলা বিএনপির নেতাকর্মীদের নতুন উচ্ছ্বাস দেখা দিয়েছে। জেলার বিএনপির নেতাকর্মীরা জানান, দল যোগ্য ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। আসন্ন নির্বাচনে এ দুই প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হবেন।

Read Entire Article