রাজধানীর শাহজাহানপুর থানার বকশীবাগ মালিবাগ এলাকার একটি বাসা থেকে প্লাস্টিকের বস্তার মুখ বাঁধা অবস্থায় সুরভী আক্তার মাহফুজা (২১) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নারী ছিলেন পেশায় একজন পোশাক শ্রমিক। ঘটনার পর থেকে তার স্বামী আশিকুর রহমান মোল্লা পলাতক রয়েছেনও বলে জানান পুলিশ।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এস আই) মো. মহসিন তালুকদার জানান, আমরা খবর পেয়ে রাতে শাহজাহানপুর বকশীবাগ মালিবাগের একটি বাসার নিচতলার একটি কক্ষে পা বাঁধা অবস্থায় প্লাস্টিকের বস্তার মধ্যে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি স্বামী-স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামী তার স্ত্রীকে হত্যার পর পা বেঁধে প্লাস্টিকের বস্তার মধ্যে ঢুকিয়ে মুখ বেঁধে রেখেছে। আমাদের ধারণা, কোনো কিছু খাইয়ে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী। নিহতের স্বামী পলাতক। ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের ভাই হৃদয় জানান, তার বোনের সঙ্গে আশিকের ৬ বছর আগে বিয়ে হয়। আশিক টেইলার্সের কাজ করত। নিহত সুরভীও ছিলেন পোশাক শ্রমিক। তাদের একটা ছেলেসন্তান আছে। সুরভীর গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর এলাকায়।

22 hours ago
9









English (US) ·