মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৭৯০
                    
            
            মালয়েশিয়ায় ই-কমার্স জালিয়াতি দমনে পরিচালিত বিশেষ অভিযানে বাংলাদেশি-ইন্দোনেশিয়ানসহ ৭৯০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত মালয়েশিয়ায় ই-কমার্স প্রতারণায় ৫৪.১ মিলিয়ন রিংগিত ক্ষতি হয়েছে। 
বুকিত আমান বাণিজ্যিক অপরাধ তদন্ত বিভাগের (জেএসজেকে) পরিচালক দাতুক রুসদি মোহাম্মদ ইসা জানান, ই-কমার্স জালিয়াতি দমনে জেএসজেকে ২ থেকে ১২ সেপ্টেম্বর অপ মেরপাতি খাস বওল, ১/২০২৫ নামে বিশেষ অভিযান চালায়। 
অভিযানের মূল লক্ষ্য ছিল ই-কমার্সভিত্তিক অনলাইন প্রতারণা রোধ করা। এতে প্রতারণায় জড়িত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। যারা প্রতারণার অর্থ লেনদেনে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, এটিএম কার্ড সরবরাহ ও টাকা উত্তোলনের মতো বেআইনি কার্যক্রমে জড়িত ছিল। 
তবে এই অভিযানে বাংলাদেশি গ্রেপ্তার হলেও তার সংখ্যা কত জানা জানায়নি।                    
                    
        
        
 7 hours ago
                        6
                        7 hours ago
                        6
                    








 English (US)  ·
                        English (US)  ·