মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা
                    
            
            সিজিপিএ ৪-এর মধ্যে ৩ দশমিক ৯৮ অর্জন করে মাস্টার্সে বিভাগে প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের দাওয়াহ্ সম্পাদক মো. আরিফুল ইসলাম। 
মঙ্গলবার (১৩ মে) ইসলামিক স্টাডিজ বিভাগের ফলাফল প্রকাশিত হলে এ তথ্য জানা যায়।
এর আগে, একই বিভাগ থেকে স্নাতকেও ৩ দশমিক ৮৯ সিজিপিএ পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন। মেধার স্বীকৃতিস্বরূপ মিসরের প্রখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন আরিফুল। 
পরীক্ষার ফলাফলের বিষয়ে অনুভূতি প্রকাশ করে আরিফুল ইসলাম কালবেলাকে বলেন, আমার সব সময়ের স্বপ্ন ছিল ইকামাতে দ্বীনের দাওয়াত দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া। আজ আমার মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি আল আজহার বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পেয়েছি। আজকের এই ফলাফল ও স্কলারশিপ সেই স্বপ্নপূরণের পথে অগ্রসর হওয়ার একটি ধাপ। সবাই আমার জন্য দোয়া করবেন।                    
                    
        
        
                        5 months ago
                        139
                    








                        English (US)  ·