নতুন দ্বৈত নিয়ে হাজির হলেন কণ্ঠশিল্পী মাহতিম সাকিব ও তারান্নুম আফরিন। গানের শিরোনাম ‘তোমার টানে’। ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ভারতের সৌরভ বাবাই চক্রবর্তী। মিউজিক ভিডিওসহ গানটি আজ শিল্পী তারান্নুম আফরিনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হয়েছে।
মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। আর এতে মডেল হিসেবে কাজ করেছেন কামরুল ও জিনাত। এর আগেও এ জুটির গান প্রকাশ হয়ে প্রশংসিত হয়েছে। এবারের রোমান্টিক এ গানটি প্রসঙ্গে মাহতিম সাকিব বলেন, রোমান্টিক হলেও বেশ ভিন্ন কথা-সুরের গান এটি। গানটি যখন শুনি তখনই ভালো লেগে যায়। গানটি এবার প্রকাশ পেলো। আমার বিশ্বাস ‘তোমার টানে’ সবার ভালো লাগবে।
এদিকে গানটি প্রসঙ্গে তারান্নুম আফরিন বলেন, বেশ প্রত্যাশা নিয়ে গানটি তৈরি করা। অনেক মানুষের শ্রম রয়েছে গানটিতে। প্রত্যেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। রোমান্টিক এ গানটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।
গানটির সংগীত পরিচালক কলকাতার সৌরভ বাবাই চক্রবর্তী বলেন, শিল্পী, গীতিকবি, মিউজিশিয়ানসহ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি কৃতজ্ঞতা। ভালো একটি কাজ করার চেষ্টা করেছি মাত্র। এখন গানটি শ্রোতাদের ভালো লাগলেই সেটা সার্থকতা আমাদের।
আরও পড়ুন:
- আপত্তির মুখে বদলে গেলো রোশান-বুবলীর সিনেমার নাম
- সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহারে ক্ষমা চেয়ে যা বললেন অভিনেতা শামীম
গানটির গীতিকবি বলেন, একটি ভালো গান তৈরির চেষ্টা ছিলো। সেখান থেকেই গানটি লেখা। সৌরভ দাদা অসামান্য সুর করেছেন। মাহতিম-তারান্নুমের গায়কিও দারুণ হয়েছে গানটিতে।
এমআই/এমএমএফ/এমএস

5 months ago
29









English (US) ·