মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে নিষেধ করলেন সেলিমুজ্জামান

5 hours ago 7

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন সেলিমুজ্জামান সেলিম। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সারা দেশে বিএনপির ২৩৭টি আসনে ধানের শীষ প্রতীকের আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম প্রাথমিকভাবে ঘোষণা করেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে গোপালগঞ্জ-১ সংসদীয় আসনে সেলিমুজ্জামান সেলিমকে দলীয় প্রতীকের জন্য মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।

দলীয় মনোনয়ন পেয়ে সেলিমুজ্জামান সেলিম তার নিজের ফেসবুক পেজে লেখেন, আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। পরে গোপালগঞ্জ-১ আসনের দলীয় একাধিক নেতাকে ফোন করে কোনো ধরনের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি।

কাশিয়ানী উপজেলার উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা এ তথ্য জানান।

এদিকে দলীয় মনোনয়ন পেয়ে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমার দল এবং এ দেশের মানুষ বহু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আজ নির্বাচনমুখী হয়েছে, আমিও সেই ত্যাগের একজন অংশীদার।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন তাহলে আমি উপজেলার সাধারণ জনগণের উন্নয়ন করার কাজে নিজেকে বিলিয়ে দেব।

Read Entire Article