মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে রিতা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার রায়পুর গ্রামের এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সৌদি প্রবাসী কিয়ামুদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, কাটা ধান গাড়িতে করে বাড়ি আনার সময় বজ্রপাতে রিতা খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বজ্রপাতে রিতা নামে এক নারীর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
আসিফ ইকবাল/আরএইচ/জেআইএম

5 months ago
29









English (US) ·