সকালে আটটার দিকে আদালত চত্বরে আসেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার মা ফেরদৌসী বেগম। তবে মেয়ের দেখা পাননি তিনি। আদালতে তোলার সময় উপচে পড়া ভিড় দেখে তিনি আর আদালতের সামনে যাননি। বেলা ১১টার দিকে শুনানি শেষ হলে ফারিয়ার খোঁজ-খবর নিয়েছেন আইনজীবীর মাধ্যমে।
আদালত চত্বরে বিমর্ষ মুখে দেখা গেছে ফেরদৌসী বেগমকে। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তিনি। আইনজীবীর কাছে জানতে চেয়েছেন, ফারিয়া কি শারীরিক ও মানসিকভাবে ভালো আছে?
আদালত সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়াকে আদালত থেকে আবারও হাজতে নেওয়া হয়েছে। সেখানে নুসরাত ফারিয়া পানি পান করেন। পরে তাকে একটি প্রিজন ভ্যানে তোলা হয়। বেলা ১১টার দিকে প্রিজন ভ্যানটি ঢাকার সিএমএম আদালত থেকে কাশিমপুর মহিলা কারাগারের উদ্দেশে ছেড়ে যায়।
আরও পড়ুন:
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে আজ (১৯ মে) সোমবার সকাল সাড়ে আটটার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে আদালতে আনা হয়। তাকে রাখা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায়। সকাল ১০টার পর নুসরাত ফারিয়াকে আদালতের কাঠগড়ায় ওঠানোর জন্য হাজতখানা থেকে বের করে আনা হয়। এ সময় তার মাথায় ছিল পুলিশের হেলমেট গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট।
নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাংলাদেশ ও ভারতে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি। ২০২৩ সালে ভারতীয় খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন। সর্বশেষ ফারিয়াকে দেখা গেছে কামরুজ্জামান রোমানের ‘জিন থ্রি’ সিনেমায়।
এমআই/আরএমডি/এমএস

5 months ago
28









English (US) ·