রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৬ মে) ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (৫ মে) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, সোমবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন
- ঢাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ সদস্য গ্রেফতার
- তেজগাঁওয়ের ৬ থানা এলাকায় দিনব্যাপী পুলিশের অভিযান, গ্রেফতার ৭৪
গ্রেফতাররা হলেন- তরিকুল ইসলাম (২৮), একরামুল (৩০), শাহরিয়া (২৩), কামরুল (৩৫), মিলন (২১), নয়ন (৩৪), তুহিন (৩৩), শরীফ (২০), জহুরুল (২৬), রুহুল আমিন (২০), মিরাজ (৪১), আবুল কালাম (৩৫), আইয়ুব (১৯), জিসান (২৫), লিমন (২৫), যুবায়ের (২৫), রবিউল (২৭), সাঈদ (২৭), জাহাঙ্গীর (২৮) ও জামাল (২৪)।
এদের মধ্যে ডিএমপির মামলায় ৬ জন, প্রতারণা মামলায় ৩ জন, দ্রুত বিচার আইনে ৭ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন ও চুরির মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এএমএ/এমএস

5 months ago
36









English (US) ·