রাজধানীর মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
বুধবার (২৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৭ মে) দিনব্যাপী মোহাম্মদপুরের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, মঙ্গলবার (২৭ মে) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ফরিদ উদ্দিন বাবু (৫৭), রাকিব (৩২), যুবরাজ (৫৫), লিটন (৩৫), রাজু (৩৫), আলম (৪২), সালাম (৩৯), সোহেল (৪০), শাকিল (২৪), আল আমিন (২৩), মিঠু (২৮), জসিম (২৪), রনি (২১), আল আমিন (৩০), নকিব (২৬), মুনসুর (৬০), সুমন বিরিয়ানি সুমন (৩০) ও সাফায়েত (২৩)।
এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় তিনজন, দ্রুত বিচার আইনে ৯ জন, চুরির মামলায় দুইজন ও ওয়ারেন্টভুক্ত চারজন।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআরএম/এমএস

5 months ago
103








English (US) ·