যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নর্থ ইস্টনে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ব্রেস্ট ক্যানসার সচেতনতা ও সারভাইভারদের সম্মাননা অনুষ্ঠিত হলো।
‘স্টোরিজ অব আওয়ার লাইভস-ব্রিদিং, লিভিং অ্যান্ড সেলিব্রেটিং’ শিরোনামের এই আয়োজন ছিল জীবনের প্রতি কৃতজ্ঞতা, সাহস ও আশার অনুপ্রেরণামূলক এক উদযাপন, যেখানে ক্যানসার জয়ীদের পাশে একাত্ম হলো পুরো কমিউনিটি।
গত শনিবার সন্ধ্যায় ‘ইউনিটি চার্চ অব নর্থ ইস্টন’ এ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকানসহ স্থানীয় নানা কমিউনিটির মানুষ অংশ নেন। অনুষ্ঠানটির উদ্যোক্তা ছিলেন ২৩ বছরের ক্যানসার সারভাইভার নাসরিন শিবলী ও আবদুল্লাহ শিবলী। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ব্রেস্ট ক্যানসার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, সারভাইভারদের অনুপ্রেরণা দেওয়া এবং ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা ছিলেন ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউটের বিশিষ্ট অনকোলজিস্ট ড. ওয়েন্ডি চেন, যিনি ২০০২ সালে আয়োজক নাসরিন শিবলীর চিকিৎসক ছিলেন। তিনি বলেন, ক্যানসার জয়ের সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা, নিয়মিত স্ক্রিনিং ও মানসিক দৃঢ়তা।’
অনুষ্ঠানের আবেগঘন পর্ব ছিল সারভাইভারদের বক্তব্য। নাসরিন শিবলী ডোনা লেবো ও হায়াত ইমাম তাদের ভয় সংগ্রাম ও আশার গল্প শেয়ার করে বলেন, ক্যানসার মানেই শেষ নয়; বরং এটি নতুনভাবে জীবন শুরু করার প্রতিশ্রুতি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্রেস্ট ক্যানসার সচেতনতার প্রতীক গোলাপি রঙে লেডিস ইন পিংক ফ্যাশন শো। শাড়ি, সালোয়ার কামিজ, লেহেঙ্গা, ঘারারা ও পাঞ্জাবি-পাগড়িতে সাজা অংশগ্রহণকারীদের মধ্যে ছোট্ট ইব্রাহিমের গোলাপি পাগড়ি ও কোটি ছিল সবার নজরকাড়া।
অনুষ্ঠানে ছিল সঙ্গীত পরিবেশনা, দেশি খাবার, পোশাকের স্টল ও প্রাণবন্ত আলোচনা। সাংস্কৃতিক পর্বে অংশ নেন ফৌজিয়া খানম শিল্পী, রুবায়না জামান, মিজানুল চৌধুরী, নাসরিন শিবলী, মুকুল জামান, খুশী শহীদুল্লাহ, শামা কাজী, তানজিলা সারওয়ার রুনা, শামিমারা নাজিম, নাসরিন ফাতেমা শিমুল, পলি মাহমুদ, সোনিয়া ও আবদুল্লাহ শিবলী। সাউন্ড ও ভিডিও ধারণে ছিলেন ফরিদুর রহমান মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। তিনি সপরিবারে তিন প্রজন্ম নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রবেশমূল্য হিসেবে নেওয়া ২৫ ডলার ডানা-ফারবার ক্যানসার ইনস্টিটিউটের গবেষণা ও রোগী সহায়তা তহবিলে দান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাসরিন শিবলী, রুবায়না জামান, ফৌজিয়া খানম শিল্পী, আবদুল্লাহ শিবলী, ফরিদুর রহমান মিল্টন, মুকুল জামান, খুশী শহীদুল্লাহ, শামা কাজী ও তাহিরা দিল আফরোজের নেতৃত্বে একটি কমিটি।
সেখানে আয়োজকরা বলেন, আমরা চাই, প্রতিটি নারী সাহসী হোক, সচেতন হোক এবং ক্যানসারের বিরুদ্ধে নিজের যুদ্ধটা জিতে যাক।

 8 hours ago
                        10
                        8 hours ago
                        10
                    








 English (US)  ·
                        English (US)  ·