যে কারণে ভারতীয় দল থেকে বাদ পড়লেন কুলদীপ

12 hours ago 7

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের মাঝপথে ভারতীয় শিবির থেকে বাদ পড়লেন কুলদীপ যাদব। তবে এটি কোনো শাস্তিমূলক বা কৌশলগত সিদ্ধান্ত নয়—বরং টেস্ট ক্রিকেটে তার প্রস্তুতির অংশ হিসেবেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিয়েছে, বাকি দুই টি–টোয়েন্টিতে তিনি আর থাকছেন না; বরং যোগ দিচ্ছেন ভারত ‘এ’ দলে, যেখানে দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর বিপক্ষে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় চারদিনের অনানুষ্ঠানিক টেস্ট।

৬ নভেম্বর বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অব এক্সেলেন্সে শুরু হবে ম্যাচটি, যা ভারতের মূল দলের জন্যও একধরনের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে। কারণ, চলতি মাসেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে ভারতের দুটি টেস্টের সিরিজ—১৪ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে প্রথম টেস্ট, আর ২২ নভেম্বর গুয়াহাটিতে দ্বিতীয়টি।

কুলদীপের সাম্প্রতিক পারফরম্যান্স টেস্ট দলে তার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট, যার মধ্যে ছিল এক ইনিংসে পাঁচ উইকেটের সাফল্যও। তাই এই সিদ্ধান্ত মূলত সেই ঘাটতি পূরণে সহায়ক হবে বলে মনে করছেন বোর্ড কর্তারা।

এদিকে, কুলদীপ ছাড়াও ভারত ‘এ’ দলে দেখা যাবে আরও বেশ কয়েকজন টেস্ট অভিজ্ঞ ক্রিকেটারকে। চোট কাটিয়ে ফেরা ঋষভ পন্ত প্রথম ম্যাচে ৯০ রান করে দলকে জিতিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও অধিনায়ক হিসেবে থাকছেন তিনি। স্কোয়াডে আছেন কেএল রাহুল, ধ্রুব জুরেল, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, দেবদত্ত পাডিক্কাল, আকাশ দীপসহ আরও অনেকে।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ও পঞ্চম টি–টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। দলে আছেন শুভমন গিল, তিলক ভার্মা, জাসপ্রিত বুমরা, অক্ষর প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড়সহ বেশ কয়েকজন তরুণ তারকা।

ভারত ‘এ’ দলের স্কোয়াড (দ্বিতীয় চারদিনের টেস্ট):

ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটকিপার), কেএল রাহুল, ধ্রুব জুরেল, সাই সুদর্শন (সহ-অধিনায়ক), দেবদত্ত পাডিক্কাল, ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তানুশ কোটিয়ান, মানব সুতার, খালিল আহমেদ, গুরনুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ ও কুলদীপ যাদব।

ভারত দলের স্কোয়াড (৪র্থ ও ৫ম টি–টোয়েন্টি বনাম অস্ট্রেলিয়া):

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, নিথিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন, ঋণকু সিং ও ওয়াশিংটন সুন্দর।

Read Entire Article