রাজধানীতে এসএসসি বিরাশিয়ানদের মিলনমেলা

5 months ago 30
রাজধানীর কাকরাইলস্থ আইডিইবিতে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৮২ ব্যাচের মিলন মেলা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন করে বিরাশিয়ান মিলনমেলা উদযাপন কমিটি।  রোববার (১১ মে) জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে চলে সারা দিনব্যাপী। অনুষ্ঠানে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিরাশিয়ান মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান রিপন।  তিনি বলেন, এ ধরনের আয়োজন আনন্দিত করে, উদ্ভাসিত করে, পুলকিত করে। আগামী দিনে আমরা বিরাসিয়ান বন্ধুরা সমাজের পিছিয়ে পরা সুবিধাবঞ্চিত মানুষের জন্য কল্যাণকর কাজগুলি করার প্রত্যয় রাখি। সেই সঙ্গে আমরা বিরাশিয়ান বন্ধুরা যে যেখানেই থাকি প্রতি ছয় মাস অন্তর অন্তর আমরা একটি মিলনমেলায় একত্রিত হবো। তিনি আরও বলেন, ‘একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু আমার’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে বন্ধুত্বের বন্ধনে সবাইকে বাধার উদ্দেশে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি।  সারা দিনব্যাপী এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন আরও ব্যক্তিবর্গ। দুপুরের খাবারের পর বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রাফেল ড্রর মধ্যদিয়ে শেষ হয় এই বন্ধুদের মিলনমেলা।
Read Entire Article