রাজবাড়ী সদরের খানগঞ্জ ইউনিয়ন পরিষদে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র।
শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ডিজিটাল সেন্টারের দুটি ল্যাপটপ, একটি কম্পিউটার, একটি ফটোকপি মেশিন, দুটি স্ক্যানার, দুটি প্রিন্টার, ইন্টারনেট ও টেলিফোন লাইনের যন্ত্রাংশ, আসবাবপত্র এবং জন্ম নিবন্ধনসহ ইউনিয়ন তথ্য কেন্দ্রের সব গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে।
স্থানীয়দের দাবি, পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে। এর মাধ্যমে সেবা থেকে বঞ্চিত হবে ইউনিয়নবাসী। মূলত পরিষদের অনিয়ম, দুর্নীতি ঢাকতে কৌশলে এ ঘটনা ঘটানো হয়েছে। জড়িতদের বিচারের দাবি জানান তারা।
জানা গেছে, রাতে ইউনিয়ন পরিষদের পাহারায় থাকা গ্রাম পুলিশ ভোর সাড়ে ৪টার দিকে নামাজ পড়তে গেলে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে অগ্নিকাণ্ড হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুনে পুড়ে যায় তথ্য কেন্দ্রের সব মালামাল, যন্ত্রাংশসহ নথিপত্র।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের।
পাহারায় থাকা গ্রাম পুলিশ আমিরুল ইসলাম বলেন, ফজরের আজান হলে আমি নামাজ পড়তে যাই। তখন রুমে তালা দেওয়া ছিল। কোনো ধোঁয়াও দেখতে পাইনি। নামাজ পড়ে এসে দেখি পরিষদের সামনে অনেক মানুষ ও রুম থেকে ধোঁয়া বের হচ্ছে। তখন তালা খুলে কিছু কিছু কাগজপত্র বের করি। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করি অন্যদেরজানাই।
খানগঞ্জ ইউপি সচিব এনামুল হাসান বলেন, আগুনে ডিজিটাল সেন্টারের সব কিছু পুড়ে গেছে। এখন কোনো সহযোগিতা না পেলে জনগণের সেবা দেওয়া খুবই কষ্টকর হবে। পাশাপাশি জন্মনিবন্ধনের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসের তথ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
রুবেলুর রহমান/এমএন/জিকেএস

5 months ago
65









English (US) ·