ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর থেকে বিশেষ বিমানে করে বাংলাদেশি অভিযোগে হিসেবে চিহ্নিত ১৪৮ জনকে বুধবার দেশে ফেরত পাঠানোর জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
রাজস্থানে গত কয়েকদিন ধরেই ‘বাংলাদেশি’ অনুপ্রবেশকারী সন্দেহে বাংলাভাষী মুসলমানদের আটক করা হচ্ছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বাংলাভাষী মুসলমানরাও আছেন।
রাজস্থান পুলিশ বলেছে, এখন পর্যন্ত এক হাজার ৮ জনকে আটক করা হয়েছিল, তার মধ্যে ৭৬১ জনকে ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করতে পেরেছে তারা।
এদেরই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলো বুধবার (১৪ মে)।
রাজস্থান থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা মোহর সিং মীণা জানিয়েছেন, প্রথম ধাপে ১৪৮ জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা হয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা আছে বলে রাজস্থান পুলিশের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে।
অন্যদিকে যারা ভারতীয় ও বাংলাভাষী মুসলমান, তাদের পরিচয় নিশ্চিত করার জন্য প্রায় ১০ দিন ধরে তাদের আটকে রাখা হয়েছিল।
তাদের মঙ্গলবার রাত থেকে ছেড়ে দেওয়া শুরু হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে তাদের কোনো আদালতে তোলা হয়নি বলে বিবিসিকে জানিয়েছে গতরাতে ছাড়া পাওয়া পশ্চিমবঙ্গের একটি পরিবার।
এমএসএম

5 months ago
34









English (US) ·