ফুটবল বিশ্বের অন্যতম বড় ম্যাচে আজ রাতে অ্যানফিল্ডে মাঠে নামছে দুই ইউরোপিয়ান জায়ান্ট লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় মহাযুদ্ধে দুই কিংবদন্তি ক্লাব আবার মুখোমুখি, যেখানে প্রতিটি শ্বাসে থাকবে প্রতিশোধ, গৌরব আর চ্যাম্পিয়ন্স লিগের মর্যাদা।
আর্নে স্লটের দল শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে শ্বাস ফিরিয়েছে, তবে আসল পরীক্ষা আজ। লিগের হতাশা ভুলে সলাহদের এখন চোখ ইউরোপের রাতের আলোয়। কিন্তু বিপরীতে দাঁড়ানো রিয়াল মাদ্রিদ যেন এক অজেয় মেশিন—১৪ ম্যাচে ১৩ জয়, এক হার। ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে দাপুটে জয় পেয়ে আনফিল্ডে এসেছে তারা।
সামনের সারিতে কিলিয়ান এমবাপ্পে, জুড বেলিংহ্যাম আর ভিনিসিয়ুস জুনিয়র—এই ত্রয়ী এখন ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ। অন্যদিকে স্লটের সবচেয়ে বড় ভরসা মোহাম্মদ সালাহ—যিনি সদ্য ছুঁয়েছেন লিভারপুলের হয়ে ২৫০ গোলের মাইলফলক।
তবে চোটের তালিকাও চিন্তার। অ্যালিসন, ফ্রিমপং, এমনকি ইসাকও অনিশ্চিত। কিন্তু লিভারপুল জানে, আনফিল্ডে তাদের ভক্তরাই ‘দ্বাদশ খেলোয়াড়’। ঘরের মাঠে শেষ ২২টি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ ম্যাচের ২০টিতেই জিতেছে তারা।
অন্যদিকে রিয়াল মাদ্রিদ পরিসংখ্যানে এগিয়ে—গত সাত মৌসুমে লিভারপুলের বিপক্ষে আটবার মুখোমুখি হয়ে পাঁচবার জয়।
স্মৃতিও আছে লিভারপুলের পক্ষে—গত মৌসুমে এই মাঠেই মাদ্রিদের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল রেডস। সেই অনুপ্রেরণা নিয়েই আজ আবার লড়াইয়ে নামবে তারা।
আনফিল্ডের আলো, দর্শকের গর্জন আর দুই দলের গৌরবময় ইতিহাস—সব মিলিয়ে ইউরোপ অপেক্ষা করছে এক রক্তক্ষয়ী, স্মরণীয় রাতের জন্য।
ম্যাচ যেভাবে দেখবেন
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি সরাসরি এবং একেবারে ফ্রিতে দেখতে পারবেন টফি অ্যাপে। মোবাইলে সহজেই অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন ছাড়াই উপভোগ করা যাবে লিভারপুল-রিয়ালের এই হাইভোল্টেজ লড়াই। তবে মোবাইল ছাড়াও ডেস্কটপ বা ল্যাপটপেও টফির ওয়েবসাইটে ম্যাচটি উপভোগ করতে পারবেন।
ম্যাচ তথ্য:
ভেন্যু: আনফিল্ড, লিভারপুল
সময়: বাংলাদেশ সময় বুধবার রাত ২টা
রেফারি: ইস্তভান কোভাকস (রোমানিয়া)
সম্ভাব্য একাদশ:
লিভারপুল (৪-৩-৩): মামারদাশভিলি; ব্র্যাডলি, কানাতে, ফান ডাইক, রবার্টসন; গ্রাভেনবার্গ, সোবোসলাই, ম্যাক অ্যালিস্টার; সালাহ, একিতিকে, ভার্টজ।
রিয়াল মাদ্রিদ (৪-২-৩-১): কোর্তোয়া; ভালভার্দে, মিলিতাও, হুইজেন, ক্যারেরাস; চুয়ামেনি, কামাভিঙ্গা; গুলার, বেলিংহাম, ভিনিসিয়ুস; এমবাপ্পে।

3 hours ago
7









English (US) ·