রাফীর আন্ধারে চঞ্চল-সিয়ামদের সঙ্গে আছেন রেহানও
বিনোদন
আনন্দ প্রতিদিন প্রতিবেদক 2025-11-05ফেসবুকে ভাইরাল এক তরুণ মডেলের ভিডিও ও ছবি ঘুরে বেড়াচ্ছিল গত বছরের শুরুর দিকে। রীতিমতো তাকে নিয়ে হইচই পড়ে ইন্টারনেট দুনিয়ায়। বিড়ালচোখের এই তরুণের ছবিতে লাভ-লাইকের ছড়াছড়ি পড়েছিল। এরপর থেকে তাকে পেছনে তাকাতে হয়নি। এন্ট্রি নিয়েছেন অভিনয়ে। তিনি ফাররুখ আহমেদ রেহান।
অনেকেই দীর্ঘ সময় লড়ে লড়ে জায়গা করে নেন, কিন্তু ভাগ্যবানদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই রেহান। ক্যারিয়ারের শুরুতেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। মডেল হিসেবে শুরু, এরপর পরিচালক ভিকি জাহেদের ওয়েব ফিল্ম ‘আরারাত’ (২০২৪)-এ জিন চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন রেহান। পরে ‘নীল সুখ’ তাঁর জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছে, প্রমাণ করেছে– এই তরুণ অভিনেতা থাকতে এসেছেন দীর্ঘ সময়ের জন্য।

এবার রেহানকে নিয়ে এলো চমক জাগানিয়া খবর। নাটক ও ওটিটির পর এবার তিনি যাত্রা করছেন সিনেমায়। নির্মাতা রায়হান রাফীর আলোচিত সিনেমা ‘আন্ধার’-এর হিমেল চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি অফিসিয়ালি ঘোষণায় তথ্যটি জানিয়েছেন সিনেমার টিম।
এতদিন সিনেমাটি নিয়ে নানা খবর প্রকাশিত হয়েছে, এবার অফিসিয়ালি সব জানিয়ে দেয় আন্ধার টিম। সেখানেই জানানো হয় এতে মুখ্য চরিত্রে থাকছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, আফসানা মিমি ও নাজিফা তুষি। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন রেহান।
সিনেমাটিতে যুক্ত হওয়ায় দারুণ উচ্ছ্বাস প্রকাশ করলেন রেহান। তাঁর ভাষ্য, আন্ধার অসাধারণ গল্পের সিনেমা। এমন গল্পের সিনেমা খুব একটা বাংলাদেশে হয়নি। টিমও দুর্দান্ত। আছেন চঞ্চল ভাই, সিয়াম ভাই ও তুষি আপার মতো অভিনেতারা। তাদের সঙ্গে এই যুক্ত হওয়াটা আমার জন্য সত্যিই দারুণ কিছু।

রেহান আরও বলেন, ‘শোবিজে আমার পথচলা বেশি দিনের নয়। কিন্তু সবার ভালোবাসায় অল্প সময়েই দারুণ দারুণ প্রজেক্টে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা আমার জন্য পরম সৌভাগ্যের। সিনেমাটিতে আমি হিমেল চরিত্রে অভিনয় করেছি। এর বেশি বলার অনুমতি নেই। তবে এটুকু নিশ্চয়তা দিতে পারি, সিনেমাটি দারুণ নির্মাণ। এতে হিমেল চরিত্রটিও দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।’
এই সিনেমাটির গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী। তারা দুজনই ভূতপ্রেমিক এবং বিভিন্ন ভৌতিক স্থান ঘুরে ভূতের অনেক গল্প সংগ্রহ করেছেন। তাদের সেই সব গল্প নিয়েই এই সিনেমাটি তৈরি হচ্ছে। সুমন এবং শাকিব চৌধুরীর সঙ্গে গল্পের সহ-লেখক হিসেবে আছেন আদনান আদিব খান।
সিনেমাটি প্রযোজনা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘২২১ বি’, যার সঙ্গে যুক্ত আছেন সারাহ আলী খান, শাকিব চৌধুরী এবং আদনান আদিব। বিভিন্ন চরিত্রে সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, ইভান মনোয়ারসহ অনেকেই।
© Samakal
2 days ago
4









English (US) ·