রাশিয়ান ফেডারেশনের জাতীয় দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। সোমবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি. খোজিনের আমন্ত্রণে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দুই সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল গত শনিবার (১০ মে) সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান করেন।
এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা হস্তান্তর করেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

                        5 months ago
                        98
                    








                        English (US)  ·