রাষ্ট্রপতির অনুমোদন পেল বেরোবি ছাত্র সংসদ

3 days ago 11

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ আইন অনুমোদিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের স্বাক্ষরের মাধ্যমে আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াস প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেলে রাষ্ট্রপতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইন অনুমোদন করেছেন। আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে। এখন আমাদের ছাত্র সংসদ নির্বাচন করতে কোনো বাধা নেই।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তাদের দাবি, আইন অনুমোদনের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনে আর কোনো বাধা থাকল না। এর মাধ্যমে বেরোবিতে গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা হবে।  

বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ আইন না থাকায় জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আইন প্রণয়ন, রোডম্যাপ বাস্তবায়নের দাবিতে আন্দোলন, সংবাদ সম্মেলন, অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন আসছিলেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে গত ১৭ আগস্ট প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে ১০ জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। টানা ৩ দিনের অনশনের পর ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে অনশন ভাঙেন তারা।

Read Entire Article