রুবেলের খোঁচাকে পাত্তা না দিয়ে আশরাফুল বললেন, ‘সেই অধ্যায় শেষ’

2 days ago 1
রুবেলের খোঁচাকে পাত্তা না দিয়ে আশরাফুল বললেন, ‘সেই অধ্যায় শেষ’

রুবেলের খোঁচাকে পাত্তা না দিয়ে আশরাফুল বললেন, ‘সেই অধ্যায় শেষ’

খেলা

স্পোর্টস ডেস্ক 2025-11-05

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছেন মোহাম্মদ আশরাফুল। তাকে নিয়ে ‘রহস্যময়’ ফেসবুক পোস্ট দিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন পেসার রুবেল হোসেন। অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুললেন আশরাফুল নিজেই।

আশরাফুলের নিয়োগের খবর প্রকাশের পরপরই রুবেল হোসেন ফেসবুকে লেখেন, ‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড।’ পরে তিনি আরও যোগ করেন, ‘যে মাঠ একসময় বিশ্বাস হারিয়েছে, সেই মাঠেই আবার শিক্ষা দিতে আসা, জীবনটা আসলেই সিনেমা, সময় সত্যিই অদ্ভুত! যাদের এক সময় উদাহরণ হিসেবে বাদ দেওয়া হয়েছিল, আজ উদাহরণ দিতে এসেছে!’

রুবেল কারো নাম না নিলেও এটা যে আশরাফুলকে উদ্দেশ্য করেই লেখা সেটা পরিষ্কার। সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবেলের এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আশরাফুল বলেন, ‘আমি ঠিক জানি না ও (রুবেল হোসেন) কারে মিন করেছে। একেক জনের ব্যক্তিগত মতামত থাকতেই পারে।’

নিজের অতীত অধ্যায় নিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে যা হয়েছে আমি প্রকাশ্যে শিকার করেছি। ওই পর্ব শেষ করে আমি এখানে।’

স্পট ফিক্সিংয়ের অভিযোগে ২০১৩ সালে নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। এরপর ক্রিকেটে ফিরলেও আর জাতীয় দলে ঢুকতে পারেননি তিনি। পরবর্তীতে আমিরাতের আবুধাবি থেকে লেভেল-৩ কোচিং কোর্স করেছেন তিনি। বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। মূলত দলটির ব্যাটিং কোচের ভূমিকা পালন করতেন তিনি। এছাড়া এনসিএল টি-২০’তে বরিশালের হেড কোচের দায়িত্ব পালন করেছেন সাবেক ডানহাতি এই ব্যাটার।

স্পট-ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা একজন ক্রিকেটারের জাতীয় দলের ড্রেসিংরুমে ফেরা নিয়ে যে সমালোচনা হচ্ছে, সে বিষয়েও স্পষ্ট জবাব দেন আশরাফুল। তিনি বলেন, ‘আমার কোনো মতামত নেই। কারণ এটার জন্য যা যা হওয়ার হয়েই গেছে। এমন না যে দুনিয়াতে শুধু আমি একাই এসব করে শাস্তি পেয়েছি। এটা ঠিক দুনিয়াতে আমি প্রথম ব্যক্তি যে কিনা নিজে স্বীকার করেছি ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার বিষয়টি। বিশ্বে আর কেউ স্বীকার করেনি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই জাতীয় দলের ড্রেসিংরুমে নতুন ভূমিকায় যাত্রা শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের একসময়ের এই মহাতারকা।

© Samakal
Read Entire Article