রোগ থেকে মুক্তির দোয়া

6 hours ago 3

 

রোগ থেকে মুক্তি পেতে এই দোয়া পড়ুন:

‏ أَذْهِبِ الْبَاسَ رَبَّ النَّاسِ اشْفِ وَأَنْتَ الشَّافِي لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আযহিবিল বা’সা রাব্বান-নাস ইশফি ওয়া আনতাশ-শাফী লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা য়ুগাদিরু সাকামান।

অর্থ: কষ্ট দূর করে দিন হে মানুষের রব, শেফা দান করুন, আপনিই একমাত্র শেফা দানকারী। আপনার শেফা ছাড়া অন্য কোনো শেফা নেই। এমন শেফা দান করুন যা সামান্য রোগকেও অবশিষ্ট রাখবে না।

আনাস বিন মালিক (রা.) বর্ণিত, নবীজি (সা.) এই দোয়া পড়ে অসুস্থ ব্যক্তিদের ঝাড়-ফুঁক করতেন। (সহিহ বুখারি)

হাদিসে বর্ণিত সুস্থতার আরও ৩ দোয়া

১. দুরারোগ্য ব্যধি থেকে আশ্রয় প্রার্থনা করে নবীজি (সা.) যে দোয়া করতেন

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُونِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বারাসি ওয়াল জুনূনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিইল আসকাম।

অর্থ: হে আল্লাহ! আমি শ্বেত, পাগলামি, কুষ্ঠ এবং ঘৃণ্য রোগগুলো থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। (সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ি)

২. সুস্থতা, সচ্চরিত্র, আমানতদারি প্রার্থনা করে নবীজি (সা.) যে দোয়া করতেন

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الصِّحَّةَ وَالْعِفَّةَ وَالأَمَانَةَ وَحُسْنَ الْخُلُقِ وَالرِّضَا بِالْقَدَرِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকাস-সিহ্হাতা, ওয়াল ইফ্ফাতা, ওয়াল আমানাতা, ওয়া হুসনাল খুলুকি, ওয়ার রিদা বিল কাদার।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে সুস্থতা, সচ্চরিত্র, আমানতদারি, উত্তম স্বভাব এবং তকদিরের উপর সন্তুষ্টি প্রার্থনা করছি। (আল আদাবুল মুফরাদ লিলবুখারি)

৩. সকাল ও সন্ধ্যায় নবিজি (সা.) যে দোয়া করতেন

بِسْمِ اللهِ الذِي لَايَضُرُّ مَعَ اِسْمِه شَيْئ في الأَرْضِ ولا في السَّمَاء وَهُوَ السمِيعُ العَلِيم

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মাআ ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, ওয়া হুওয়াস সামীয়ুল আলীম।

অর্থ: ওই আল্লাহর নামে যার নামের সাথে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরণের ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। (সুনানে তিরমিযি, আবু দাউদ)

ওএফএফ

Read Entire Article