রোহিঙ্গা শিবিরে মাত্র ৩ শতাংশ মেয়েশিশু শিক্ষার সুযোগ পাচ্ছে
সারাদেশ
সমকাল প্রতিবেদক 2025-11-05বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ৫২ শতাংশ মেয়েশিশু। অথচ তাদের মধ্যে মাত্র ৩ শতাংশ শিক্ষা লাভের সুযোগ পাচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্র ও কানাডাভিত্তিক মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ফর অল’।
সংগঠনের ‘বার্মা টাস্কফোর্স’ ২০২৪ সালের নভেম্বরে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে জরিপ চালায়। পরে ডিসেম্বরে সংগঠনের সাত কর্মী ও স্বেচ্ছাসেবক কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শন করেন।
জরিপের ফল তুলে ধরে জাস্টিস ফর অলের প্রেসিডেন্ট ও বার্মা টাস্কফোর্সের চেয়ারম্যান আবদুল মালিক মুজাহিদ বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের মতো আর কেউ রোহিঙ্গাদের প্রতি সহানুভূতি দেখায়নি। একটি সুসংহত ও স্বীকৃত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে; যাতে রোহিঙ্গা শিশুরা বঞ্চিত না হয়।
রোহিঙ্গা শিবিরে শিক্ষার বর্তমান অবস্থা নাজুক উল্লেখ করে ‘বার্মা টাস্কফোর্স’ জানিয়েছে, ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল গত জুনে জানিয়েছে, তহবিল সংকটে অনেক শিক্ষাকেন্দ্র বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ছয় হাজার ৪০০টি কেন্দ্র ও তিন লাখ শিশুর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে দুই হাজার ৭৮৯ শিক্ষাকেন্দ্র বন্ধে এক লাখ ৫৯ হাজার ৪২০ শিক্ষার্থী শিক্ষার সুযোগ হারিয়েছে এবং চার হাজার ৯১৪ স্বেচ্ছাসেবক শিক্ষক কর্মহীন হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সাবেক কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের চেয়ারম্যান নাদিন মানজা বলেন, রোহিঙ্গা শিবিরে শিক্ষা কেবল মানবিক কাজ নয়, এটি কৌশলগত বিনিয়োগ। শিক্ষিত প্রজন্ম শান্তি ও স্থিতিশীলতার দিকে ধাবিত করতে পারে।
© Samakal
1 day ago
2









English (US) ·