‘লেবাননের যোদ্ধাদের রয়েছে হাজার হাজার রকেট-ক্ষেপণাস্ত্র মজুত’

3 hours ago 7

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেছেন, ইসরায়েল এখনো লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে কারণ হিজবুল্লাহর হাতে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরাইলের জন্য বড় হুমকি তৈরি করছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ব্যারাক বাহরাইনে এক নিরাপত্তা সম্মেলনে লেবাননের নেতাদের উদ্দেশে বলেন, তারা চেষ্টা করছে, কিন্তু এখনো তারা ‘ডাইনোসর’। হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা আরও ত্বরান্বিত করা দরকার।

দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম ও বেইরুতের সম্পর্ক নিয়ে ব্যারাক আরও বলেন, ইসরায়েল তার সব প্রতিবেশীর সঙ্গে সীমান্ত ও সীমানা চুক্তি করতে প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ।

তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু কর্মসূচির ওপর আঘাতকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। এটি ‘মধ্যপ্রাচ্যকে অবিশ্বাস্যভাবে পুনর্গঠন করেছে।’

ব্যারাক সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তুরস্কেও দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বাভাস দেন যে, অঙ্কারা ও জেরুজালেমের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও শিগগিরই বাণিজ্য চুক্তি হতে পারে। তিনি বলেন, তুরস্ক ও ইসরায়েল একে অপরের সঙ্গে যুদ্ধ করবে না। কাসপিয়ান সি থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সমন্বয় হবে।
 

Read Entire Article