শর্ত পূরণ হওয়ার আগে মানত আদায় করা যাবে?

8 hours ago 6

প্রশ্ন: কেউ যদি কোনো কিছু পাওয়ার জন্য মানত করে, পরবর্তীতে ওই জিনিসটি পাওয়ার আগেই মানত আদায় করলে তা কি গ্রহণযোগ্য হবে? যেমন কেউ চাকরি পেলে ১০ হাজার টাকা দান করার মানত করলো, সে যদি চাকরি পাওয়ার আগেই ওই টাকা দান করে দেয়, তাহলে কি মানত আদায় হবে?

উত্তর: কেউ যদি শর্তযুক্ত মানত করে যেমন চাকরি পেলে ১০ হাজার টাকা দান করবো ইত্যাদি, তাহলে শর্ত পূরণ হওয়ার পর অর্থাৎ চাকরি পাওয়ার পরই মানত আদায় করা ওয়াজিব হয়। তাই শর্ত পূরণ হওয়ার আগে মানত আদায় করলেও তা আদায় হবে না বরং সাধারণ দান গণ্য হবে। শর্ত পূরণ হওয়ার পর নতুন করে মানত আদায় করতে হবে।

কেউ যদি মানত করে, ‘চাকরি পেলে ১০ হাজার টাকা দান করবো’, তারপর চাকরি পাওয়ার আগেই ১০ হাজার টাকা দান করে দেয়, তাহলে তা সাধারণ দান গণ্য হবে। চাকরি পাওয়ার পর মানত আদায়ের জন্য নতুন করে ১০ হাজার টাকা দান করতে হবে।

উল্লেখ্য, ইসলামের পরিভাষায় শরিয়ত আবশ্যক করেনি এমন নফল কোনো আমল নিজের ওপর আবশ্যক করে নেওয়াকে ‘নজর’ বা মানত বলে। মানত শর্তযুক্ত ও শর্তমুক্ত হতে পারে। শর্তযুক্ত মানতের উদাহরণ আমরা ওপরে উল্লেখ করেছি। এ ছাড়া শর্ত ছাড়া কোনো আমল নিজের ওপর আবশ্যক করে নিলে তাও মানত হিসেবে গণ্য হয়।

মানত করলে তা পূর্ণ করা ওয়াজিব। কোরআনে আল্লাহ বলেছেন, তারপর তারা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন হয়, তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াফ করে। (সুরা হজ: ২৯) আরেক আয়াতে আল্লাহ তার প্রিয় বান্দাদের বর্ণনায় বলেছেন,  তারা মানত পূর্ণ করে এবং সেই দিনকে ভয় করে যার অকল্যাণ হবে ব্যাপক। (সুরা দাহর: ৭)

তবে কেউ কোনো গুনাহের কাজের মানত করলে তা পূরণ করা ওয়াজিব নয় বরং ওই মানত পূরণ না করা জরুরি। যেমন কেউ যদি শিরক-বিদআত হয় এমন কোনো মাজারে টাকা দান করার মানত করে, তাহলে এটা গুনাহের কাজ হওয়ায় তা পূরণ করা থেকে বিরত থাকতে হবে।

রাসুল (সা.) বলেছেন, কেউ ভালো কাজের মানত করলে সে যেন তা পূর্ণ করে। আর কেউ গুনাহের মানত করলে সে যেন তা পূর্ণ না করে। (সহিহ বুখারি: ৬৬৯৬)

ওএফএফ

Read Entire Article