রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে কর্মসংস্থান ও শিল্প খাতে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এ আয়োজন করা হয়।
অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স ডিভিশন ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) যৌথ উদ্যোগে সভাটির আয়োজন করে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি (এএমএমটি) বিভাগ।
সভায় প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ও অ্যামিটি ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহাব উদ্দুজা চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজিএমইএর পরিচালক ও ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, বিজিএমইএর পরিচালক ও রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রুমানা রশিদ, বিশ্ববিদ্যালয়ের ডিজাইন অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর শিশির কুমার ভট্টাচার্য এবং রেজিস্ট্রার ড. পাড় মশিউর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এএমএমটি বিভাগের প্রধান ফারজানা মিতা। পরে এসআইসিআইপির জব প্লেসমেন্ট অ্যান্ড ডাটাবেজ কো-অর্ডিনেটর আসফাকুর রহমান রাজিব শিল্পের চাহিদা ও কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে এসআইসিআইপি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিজীবীদের সাফল্যের গল্প তুলে ধরা হয়।
বক্তারা বলেন, একাডেমিয়া ও শিল্প খাতের সমন্বয় জোরদার না হলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হবে। তারা সতর্ক করে বলেন, সময়ের সঙ্গে তাল মেলাতে না পারলে বাংলাদেশ এই প্রতিযোগিতামূলক যুগে পিছিয়ে পড়বে।
সমাপনী বক্তব্যে এসআইসিআইপির প্রধান সমন্বয়ক মো. মুনির চৌধুরী বলেন, বিজিএমইএর সঙ্গে যৌথভাবে যুগোপযোগী প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চাকরিদাতা ও প্রার্থীর মধ্যে সেতুবন্ধন তৈরি করছে এসআইসিআইপি। এতে উভয়ের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে।
সভায় টিম গ্রুপ, ফকির ফ্যাশন, পিটি গ্রুপ, এপিলিয়ন গ্রুপ, এবিএ গ্রুপ, লিজা ফ্যাশন, রেনেসাঁ, পার্ল গ্লোবাল ও স্নোটেক্সসহ শীর্ষস্থানীয় পোশাক শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 2 days ago
                        14
                        2 days ago
                        14
                    








 English (US)  ·
                        English (US)  ·