শাহ আমানত বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ মালামাল জব্দ

4 hours ago 8
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে অন্তত ৪ লাখ টাকার আমদানি নিষিদ্ধ মালামাল জব্দ করা হয়েছে।  শনিবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১১টার সময় কাস্টম হলে অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করে বিমানবন্দর, এনএসআই ও শুল্ক গোয়েন্দা। মালামালগুলোর মধ্যে রয়েছে ৫ কার্টন বিদেশি সিগারেট (মন্ড), ৬টি মোবাইল ফোন, ১২ পিস বিউটি ক্রিম এবং ১টি ল্যাপটপ। যার আনুমানিক মূ্ল্য ৪ লাখ টাকারও বেশি। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১৪৮-এ আসা মোহাম্মদ গিয়াস উদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে কাস্টমস হলে বিমানবন্দর এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা কর্তৃক যৌথ অভিযান চালিয়ে মালামালগুলো জব্দ করা হয়েছে, যা আমদানি নিষিদ্ধ। মোহাম্মদ গিয়াস উদ্দিনের বাড়ি ফটিকছড়ি উপজেলায়।   জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ব্যাগেজ সুবিধার অতিরিক্ত এবং আমদানি নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত পণ্য হওয়ায় সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ডিএম মূলে আটক করা হয়েছে। ওই যাত্রীর আগের রেকর্ড না থাকায় পাসপোর্ট নোট করে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার সিগারেট, ল্যাপটপ, বিউটি ক্রিম ও মোবাইল ফোন বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
Read Entire Article