শীত-ঘূর্ণিঝড়-বৃষ্টিপাত নিয়ে বিডব্লিউওটির নতুন বার্তা

2 hours ago 8

চলতি নভেম্বরের শেষ দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সাগর উত্তাল হয়ে উঠতে পারে বলে জানিয়েছে দেশের আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিডব্লিউওটি জানায়, সারা দেশে বৃষ্টি বিরতি চলছিল। এবার নভেম্বরের শেষে আবারও বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। অন্যদিকে দীর্ঘ নীরবতা ভেঙে আবারো বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠতে পারে। পরিস্থিতি বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ আসতে পারে।

এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের শঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে বিডব্লিউওটি।

বর্তমানে শীতের তীব্রতা বৃদ্ধি পেলেও শুক্রবার (১৪ নভেম্বর) থেকে কিছু উষ্ণ বায়ুর প্রবাহের কারণে শীতের মাত্রা কিছুটা কমে আসতে পারে। আশা করা হচ্ছে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রার মান সামান্য বৃদ্ধি এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকতে পারে।

তবে মাসের শেষ সপ্তাহে সর্বনিম্ন ও সর্বোচ্চ উভয় তাপমাত্রাই কিছুটা বাড়তে পারে। সুতরাং এ মাসের বাকি সময়ে উল্লেখযোগ্য ভাবে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার মতো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং ডিসেম্বরেই আসতে পারে প্রকৃত শীত।
 

Read Entire Article