শুধু হিট নয়, সিনেমাটি হয়ে উঠেছিল সংস্কৃতির প্রতিচ্ছবি

22 hours ago 2
শুধু হিট নয়, সিনেমাটি হয়ে উঠেছিল সংস্কৃতির প্রতিচ্ছবি

শুধু হিট নয়, সিনেমাটি হয়ে উঠেছিল সংস্কৃতির প্রতিচ্ছবি

বিনোদন

বিনোদন ডেস্ক 2025-11-05

পঁচিশ বছর আগের কথা। সেই সময় মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমাগুলো ছিল নানা ঘরানার। পুরনো তারকা, পুরনো গল্প এবং পরিচিত ধারা। কিন্তু হঠাৎ সেই ধারা যেন পুরো চিত্রটাই পাল্টে দেয় একটি সিনেমা। নাম ‘কহো না পেয়ার হ্যায়’।

রাকেশ রোশনের পরিচালনায় তাঁর ছেলে হৃতিক রোশনকে নিয়ে নির্মিত রোমান্টিক সিনেমাটি শুধু হিটই হয়নি, হয়ে উঠেছিল এক সাংস্কৃতিক ঘটনা। এর মাধ্যমে তৈরি হয়েছিল এক নতুন ‘সুপারস্টার’। নাচে, গানে, প্রেমে ভরা এই সিনেমায় হৃতিক হয়ে উঠলেন নতুন প্রজন্মের এক জনপ্রিয় নায়ক। দুই দশক ধরে একই উজ্জ্বলতায় আলো ছড়িয়ে যাচ্ছেন এই তারকা।

হৃতিকই সেই একমাত্র ‘স্টার সন’, যিনি প্রথম সিনেমায় এমন সাড়া ফেলেছিলেন। তাঁর নাচের ভঙ্গি ছিল সম্পূর্ণ আধুনিক—মিঠুন বা গোবিন্দর প্রচলিত ব্রেকডান্সি ছন্দের বদলে এলো স্মার্ট, কুল, কালো নেট সিঙ্গলেট আর সানগ্লাসে মোড়া এক নতুন প্রজন্মের হিরো।

‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিনয় করেছিলেন আমিশা পাটেল। অভিনয় করেন অনুপম খের, মোহনিশ বেহল, দালীপ তাহিল, আশিস বিদ্যার্থী, সতীস সাহাসহ আরও অনেকে।


হৃতিক রোশন ও আমিশা প্যাটেল। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এর আগে একটি সাক্ষাৎকারে হৃতিক নিজেই জানিয়েছেন, ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমার মুক্তি পাওয়ার পর ৩০ হাজারের বেশি বিয়ের প্রস্তাব পে‌য়েছিলেন তিনি।

‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে সেরা অভিনেতা এবং সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন হৃতিক। এ ছাড়া ২০০৩ সালে লিমকা বুক অব রেকর্ডসে ঠাঁই পায় ‘কহো না পেয়ার হ্যায়’ ছবির নাম। সবচেয়ে বেশিসংখ্যক পুরস্কার ঝুলিতে ভরে রেকর্ড গড়েছিল হৃতিক অভিনীত সিনেমাটি। বিভিন্ন পুরস্কার প্রদান আসর থেকে সব মিলিয়ে ১০২টি পুরস্কার পেয়েছিল ‘কহো না পেয়ার হ্যায়’।

এছাড়া ‘কহো না প্যায়ার হ্যায়’ বিশাল সাফল্যের পর হৃতিক হয়ে উঠেছিলেন নব্বইয়ের দশকের তিন খান- শাহরুখ, সালমান ও আমিরের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। যদিও পরবর্তীতে ‘কোই মিল গেয়া’ বা ‘কৃষ’ সিরিজের সাফল্য সত্ত্বেও তিনি আর সেই উচ্চতায় পৌঁছাতে পারেননি।

২০২৫ সালে এসে দেখা যায় তিন খান এখনও বলিউডে রাজত্ব করছেন। হৃতিক যদিও জনপ্রিয়তার সেই সমান্তরাল পর্যায়ে আর নেই। সর্বশেষ তাঁকে দেখা গেছে দর্শকদের ‘ওয়ার ২’ দেখতে আহ্বান জানাতে-যে ছবিটি সিনেমা হলে ব্যর্থ হয়ে শেষমেশ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। বিদ্রূপের বিষয়, যিনি বড় পর্দার জন্য তৈরি এক নায়ক তিনিই এখন দর্শককে আহ্বান করছেন অনলাইন প্ল্যাটফর্মে তার ছবি দেখার জন্য! সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

© Samakal
Read Entire Article