মার্কিন পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে ভারত। কাতারের রাজধানী দোহায় এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে এখন অস্বীকার করছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়। কারণ এ ব্যাপারে আলোচনা এখনো শেষ হয়নি।
চলতি বছরের এপ্রিলে ভারতের পণ্যের ওপর ২৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। যা পরে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
এদিকে পাকিস্তানও মার্কিন পণ্যে শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছে। দেশটির একটি সরকারি সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এমন তথ্য জানিয়েছে।
সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ডোনাল্ড ট্রাম্প। মূলত তার মধ্যস্থতায় দেশ দুইটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
গত শনিবার (১০ মে) তিনি সামাজিক মাধ্যমে ঘোষণা দেন যে, চারদিন ধরে সীমান্ত সংঘর্ষ চালানোর পরে ভারত আর পাকিস্তান মার্কিন মধ্যস্থতায় সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজী হয়েছে।
পরে আরেক পোস্টে তিনি লিখেছেন, কাশ্মীর নিয়ে হাজার বছর পরে হলেও কোনও সমাধানে পৌঁছনো যায় কী না তা দেখতে আমি আপনাদের দুই পক্ষের সঙ্গেই একযোগে কাজ করবো।
সূত্র: বিবিসি
এমএসএম

5 months ago
27









English (US) ·