মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে বরিশাল এক্সপ্রেস বাসের ছাদ উড়ে যায়। এরপরও দুর্ঘটনাকবলিত বাসটি বেপরোয়া গতিতে চালান চালক। অবশেষে সেই বাসচালক শহিদুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বাসচালক শহিদুল শেখ গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার ফজলু শেখের ছেলে।
বুধবার (৭ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সহকারী পরিচালক শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (৬ মে) রাত ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১৭ এপ্রিল রাতে ৬০ যাত্রী নিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসে বরিশাল এক্সপ্রেস। রাত ৯টার দিকে এক্সপ্রেসওয়ের সমষপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ায় বাসটি।
এ সময় ছাদ উড়ে গেলে যাত্রীদের ঝুঁকিতে ফেলে আরও দ্রুতগতিতে সেটি চালিয়ে কুমারভোগ এলাকায় বাসটি রেখে পালিয়ে যান চালক। এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে বাদী হয়ে মামলা করেন পুলিশের উপপরিদর্শক আতিউর রহমান।

5 months ago
40









English (US) ·