সন্ত্রাসী ‘বুইস্যার’ সহযোগী ইয়াছিন অস্ত্রসহ ধরা

12 hours ago 9
চট্টগ্রাম নগরীতে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম ওরফে ‘বুইস্যার’ অন্যতম সহযোগী মোহাম্মদ ইয়াছিনকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে নগর পুলিশ। বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে উপপুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলামের তত্ত্বাবধানে ও নির্দেশনায় চান্দগাঁও থানার আভিযানিক দল কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে ইয়াছিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে পুলিশ বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন নির্মাণাধীন ওয়াহিদ আকবর বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত একনলা সচল বন্দুক, পাঁচটি কার্তুজ, একটি স্টিলের চাপাতি, ৬০০ পুরিয়া গাঁজা, তিনটি সিসি ক্যামেরা, একটি অ্যাপল মোবাইল ফোন ও একটি রাউটার জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ইয়াছিন বুইস্যার ঘনিষ্ঠ সহযোগী এবং কথিত মাদক ডন আইয়ুবের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক। অভিযোগ রয়েছে, আইয়ুব-ইয়াসিন-বুইস্যা এই ত্রিমুখী সিন্ডিকেটের মাধ্যমে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় মাদক ও অস্ত্রের ব্যাবসা পরিচালিত হয়। এ ঘটনায় চান্দগাঁও থানায় দুটি মামলা দায়ের হয়েছে—একটি অস্ত্র আইন ধারা এবং অপরটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ধারায়। এর আগে, গত ৩ নভেম্বর একই চক্রের তিন সদস্য—আইয়ুব আলী (৪১), মো. সোহেল ওরফে মুন্না (৩২) ও হাফিজুল ইসলাম ইমনকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি পাইপগান, চারটি কার্তুজ, দুই হাজার ১০ পিস ইয়াবা, একটি চাপাতি, টুল বক্স, মুখোশ ও একটি সিএনজি উদ্ধার করা হয়। এ বিষয়ে পাঁচলাইশ থানার ওসি জাহেদুল কবির বলেন, বুইস্যা চক্রের ওপর দীর্ঘদিন ধরেই নজরদারি রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা তদন্তাধীন। চক্রের মূলহোতাদের গ্রেপ্তার করতে অভিযান চলমান।
Read Entire Article