সমঝোতা ছাড়াই শেষ যুদ্ধবিরতি আলোচনা
                    
            
            তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধবিরতি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। দুই দেশের মধ্যে চলমান সীমান্ত সংঘাতের মধ্যে এই আলোচনাকে আঞ্চলিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছিল।
সূত্র জানায়, আলোচনায় তুরস্ক ও কাতার মধ্যস্থতা করলেও দুই পক্ষ একমত হতে পারেনি। আফগান ও পাকিস্তানি প্রতিনিধিরা পরস্পরকে ব্যর্থতার জন্য দায়ী করেছেন।
পাকিস্তানের দাবি, আফগান তালেবানকে পাকিস্তান তালেবান (টিটিপি) ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণে আনতে হবে। তবে তালেবান জানিয়েছে, এসব গোষ্ঠীর ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
গত সপ্তাহে দুই দেশের সীমান্তে সংঘর্ষে ডজনখানেক মানুষ নিহত ও শতাধিক আহত হন। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ সহিংসতা।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, ইস্তাম্বুলে সমঝোতা ব্যর্থ হলে যুদ্ধের ঝুঁকি বাড়বে।
সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তানের ৫ সেনা নিহত এবং আফগান দিক থেকে ২৫ জন সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছে ইসলামাবাদ। সূত্র : রয়টার্স                    
                    
        
        
 2 days ago
                        13
                        2 days ago
                        13
                    








 English (US)  ·
                        English (US)  ·