সমুদ্রে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে।
জানা গেছে, স্বজনদের সঙ্গে গোসলে নামেন রাজেশ। এ সময় ঢেউয়ের বেগে ডুবে যান তিনি। তার সঙ্গে থাকা বোন জামাই কমল কুমার পাল চিৎকার দিলে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ তাকে মৃত ঘোষণা করেন।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপপুলিশ পরিদর্শক মো. সবুর মিয়া বলেন, সৈকতের জিরো পয়েন্ট থেকে এক পর্যটককে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক পরীক্ষ-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পরে মহিপুর থানা পুলিশের কাছে আমরা লাশটি হস্তান্তর করেছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছেন। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

5 months ago
122









English (US) ·