একাত্তরে মহান মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (২৭ মে) এ রায় ঘোষণার পরই সামাজিক মাধ্যম ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপি নেতা সারজিস আলম।
ওই স্ট্যাটাসে তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় অতীতে সাজা পাওয়া কিংবা মারা যাওয়া একাধিক নেতার নাম উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেছেন।
সারজিস লিখেছেন, মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার আজকে মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন। আওয়ামী দুঃশাসনের শিকার, মিথ্যা মামলায় জীবন হারানো এমন কিছু মানুষকে আজ মনে পড়ছে।
তিনি লিখেন, হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন! ফিরে আসতে পারতেন নাম না জানা গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার শিকার হওয়া হাজারো আমাদের ভাই-বোন।
‘কিন্তু সেই সুযোগ আর নেই। আমাদের যাদের সুযোগ হয়েছে এই মা, মাটি ও দেশের জন্য কিছু করার, তারা যেন সৌভাগ্যক্রমে পাওয়া এই সুযোগ এবং আমানতের খেয়ানত না করি’- বলেন সারজিস।
এনএস/এমকেআর/এএসএম

5 months ago
14








English (US) ·