সাভারে অবৈধ ফিশ ও পোলট্রি ফিড কারখানায় অভিযান, জরিমানা লাখ টাকা
সাভারে অনুমোদনহীন একটি ফিশ ও পোলট্রি ফিড কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) বিকেলে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ‘ফ্রেসটেক এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’-এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম।
অভিযানে দেখা যায়, কারখানাটির কোনো সরকারি অনুমোদন নেই এবং তারা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কাঁচামাল দিয়ে ফিশ ও পোলট্রি ফিড উৎপাদন ও বাজারজাত করছিল। এসব অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ সালের ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম বলেন, কারখানাটিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পশুখাদ্য মজুত ছিল, যা ব্যবহার করে তৈরি খাবার পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সামনে কোরবানির ঈদ, এ সময়ে এসব খাবার খেয়ে পশু অসুস্থ হলে তার প্রভাব মানুষের ওপরও পড়তে পারে। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা ও সিলগালা করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মেয়াদোত্তীর্ণ মালামালগুলো যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।
অভিযানকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শওকত আলী, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

5 months ago
85









English (US) ·