সাড়া ফেলেছে ‘পিতা পুত্রের বয়স’

5 days ago 5
প্রকাশের মাত্র একদিনেই ইউটিউবে ৫০ লাখবার দেখা হয়েছে নাটক ‘পিতা পুত্রের বয়স’— বাংলাদেশি অনলাইন নাটকের জগতে যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু। জুলফিকার ইসলাম শিশিরের পরিচালনায় নির্মিত এই কমেডি নাটকটি দর্শকদের মনে দারুণ সাড়া ফেলেছে। নিলয় আলমগীর নাটকটিতে অভিনয় করেছেন ‘পিতা’র চরিত্রে, আর তার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। অন্যদিকে, ‘পুত্র’র ভূমিকায় আছেন রাফসান ইমতিয়াজ শান্ত, যার বিপরীতে অভিনয় করেছেন অদিতি জামান স্নেহা। এছাড়াও নাটকে অভিনয় করেছেন মৌ শিখা, রিমু রোজা খন্দকার, ফারহাদ লিমন, ফাতেমা হিরাসহ আরও অনেকে। অনামিকা মণ্ডলের লেখা এই নাটকের কাহিনি ঘুরে বেড়ায় পিতা ও পুত্রের বয়সের ব্যবধান ঘিরে তৈরি হওয়া এক মজার ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে। যদিও গল্পটি কমেডি ঘরানার, তবুও এর ভেতরে রয়েছে এক গভীর পারিবারিক অনুভব। হাস্যরসের আবরণে সামাজিক বাস্তবতাকে উপভোগ্যভাবে উপস্থাপন করাই নাটকটির মূল সাফল্য। পরিচালক জুলফিকার ইসলাম শিশির নাটকের সাফল্যে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমরা চেয়েছি বয়সের ব্যবধানের মতো এক সাধারণ পারিবারিক বিষয়কে হালকা রসিকতার মাধ্যমে ফুটিয়ে তুলতে। দর্শক যেভাবে ভালোবেসেছেন, তাতে মনে হচ্ছে আমাদের সেই চেষ্টাটা সফল হয়েছে।’ নাফ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের প্রশংসা, মন্তব্য ও শেয়ার ঝড় তুলেছে। কমেডির আঙ্গিকে পারিবারিক সম্পর্কের সূক্ষ্মতা তুলে ধরায় ‘পিতা পুত্রের বয়স’ শুধু ভিউ সংখ্যায় নয়, বিষয়বস্তুতেও প্রমাণ করেছে— বাংলাদেশি নাটক এখনো দর্শক হৃদয়ে জায়গা করে নিতে জানে।
Read Entire Article