সীমান্তে পুশ‌ ইন, মৌলভীবাজারে এখন পর্যন্ত আটক ৫৯ 

5 months ago 35
মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে পুশ‌ ইনের ঘটনায় বড়লেখা থেকে আরও ৪৪ জনকে আটক করেছে বিজিবি। এ নিয়ে মৌলভীবাজারে এখন পর্যন্ত আটকের সংখ্যা দাঁড়াল ৫৯ জন।  বৃহস্পতিবার (৯ মে) অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিজিবি। এদের মধ্যে রোহিঙ্গা নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বিজিবি।  স্থানীয়ররা বলছেন, মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার অনুপ্রবেশের সময় কমলগঞ্জের ধল‌ই সীমান্ত থেকে ১৫ জনকে আটক করেছে বিজিবি। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।  অনুপ্রবেশের ঘটনায় আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এর মধ্যে ধলই সীমান্ত দিয়ে ১৫ জন, বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্ত দিয়ে ৪৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশ ইন)। এদের মধ্যে নারী-শিশুসহ রয়েছেন ভারতীয়ও।  বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম বলেন, সীমান্তে পুশ‌ ইনের ঘটনায় আটক ৪৪ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।  কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ধল‌ই সীমান্তে আটক ১৫ জনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে।‌ মৌলভীবাজারের পুলিশ সুপার একেএম জাহাঙ্গির হোসেন বলেন, এ ঘটনার পর থেকেই মৌলভীবাজারের সব সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। ভারত ও পাকিস্তানের সংঘটিত যুদ্ধের সুযোগ নিয়ে যাতে কোনো সন্ত্রাসী ও অবৈধভাবে যাতে দেশের সীমানা দিয়ে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য আইজিপি থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সে মোতাবেক পুলিশ কাজ করছে। 
Read Entire Article