সুইটি, সীমা, সরস্বতী নামে ভোট দিয়েছেন ব্রাজিলের মডেল: রাহুল

14 hours ago 2
 রাহুল

সুইটি, সীমা, সরস্বতী নামে ভোট দিয়েছেন ব্রাজিলের মডেল: রাহুল

বিশ্ব

অনলাইন ডেস্ক 2025-11-05

ভারতে হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, নির্বাচনের ভোটার তালিকায় ব্রাজিলের এক মডেলের ছবি ২২ বার পাওয়া গেছে। ১০টি বুথে একই ছবি সম্বলিত কার্ড দিয়ে ভোট দেওয়া হয়েছে।  

হরিয়ানায় গত বছরের বিধানসভা নির্বাচনে জয়ী হয় বিজেপি। বুধবার সংবাদ সম্মেলন করে রাহুল অভিযোগ করেন, ওই সময় মোট ২৫ লাখ ভোট চুরি হয়েছে। রাজ্যের ভোটার সংখ্যা প্রায় দুই কোটি। অর্থাৎ, প্রতি আটজন ভোটারের একজনই ভুয়া। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উদাহরণ হিসেবে রাহুল হরিয়ানার ভোটার তালিকার ২২টি নিবন্ধন দেখান। যেখানে একই নারীর ছবি বারবার ব্যবহার হয়েছে। একজনের ছবি দেখিয়ে বলেন, এটি ব্রাজিলের এক মডেলের। বিভিন্ন ওয়েবসাইট থেকে ছবিটি বিনামূল্যে ডাউনলোড করা যায়। ভোটার তালিকায় এই মডেলের ছবি ২২ বার পাওয়া গেছে। প্রতিটিই ভিন্ন ভিন্ন নামে। কখনো সুইটি, সীমা আবার কখনো সরস্বতী। 

রাহুল গান্ধী বলেন, এই নারী (ব্রাজিলের মডেল) হরিয়ানার ১০টি আলাদা বুথে ভোট দেন। তার একাধিক পরিচয়পত্র আছে। অর্থাৎ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি পরিকল্পিত জালিয়াতি। 

লোকসভার এই বিরোধী দলীয় নেতা আরেক নারীর ছবি দেখিয়ে বলেন, এই ছবিসহ ১০০টি ভোটার আইডি পাওয়া গেছে। তিনি চাইলে হরিয়ানায় ১০০ বার ভোট দিতে পারেন। এভাবে ভুয়া নাম ব্যবহার করে জায়গা তৈরি করা হয় যাতে অন্য রাজ্যের বিজেপি কর্মীরা এসে ভোট দিতে পারে। এসব জালিয়াতি ঢাকতেই নির্বাচন কমিশন বুথের সিসিটিভি ফুটেজ নষ্ট করেছে।

ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এখনো রাহুলের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দলীয় নেতারা এমন অভিযোগকে অবাস্তব ও রাজনৈতিক নাটক বলে দাবি করছেন।

সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘আমি শতভাগ প্রমাণসহ ভারতের নির্বাচন কমিশন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করছি। আমরা নিশ্চিত, একটি পরিকল্পিত জালিয়াতির মাধ্যমে কংগ্রেসের বিজয়কে পরাজয়ে পরিণত করা হয়েছে।’

হরিয়ানার বিধানসভা নির্বাচনের আটটি আসনে কংগ্রেস খুবই অল্প ব্যবধানে হারে বলেও উল্লেখ করেন রাহুল গান্ধী। বলেন, এসব আসনের একটিতে পরাজয়ের ব্যবধান ছিল মাত্র ৩২ ভোট। এ ছাড়া, আটটি আসনে মোট ভোটের ব্যবধান ২২ হাজার ৭৭৯টি। অর্থাৎ, হরিয়ানায় কংগ্রেস মাত্র ২২ হাজার ৭৭৯টি ভোটে হেরেছে। একবার ভাবুন, ফলাফল কতটা কাছাকাছি ছিল।

© Samakal
Read Entire Article