সুদানে গণহত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

7 hours ago 9
সুদানে চলমান গণহত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। রোববার (০২ নভেম্বর) বিকেলে তারা এ কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা শহীদ রফিক ভবন ও বিজ্ঞান অনুষদ পেরিয়ে ক্যাম্পাসের গুচ্ছ ভাস্কর্য চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, ‘ওয়ান, টু, থ্রি, ফোর, জেনোসাইড নো মোর’, ‘গণহত্যা বন্ধ কর, সুদানকে মুক্ত কর’, ‘সুদানে গণহত্যা চলে, জাতিসংঘ কী করে’ ইত্যাদি। মানববন্ধনে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র হাসান মাহমুদ সাকিব বলেন, ‘আজ বিশ্ব মানবতা নীচতম পর্যায়ে দাঁড়িয়েছে। আজাদ কাশ্মীর থেকে উইঘুর, আরাকান থেকে ফিলিস্তিন এমনকি সুদানেও নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছে। গত তিনদিনে আরএসএফ বাহিনীর হামলায় ১ হাজার পাঁচশর বেশি নিরীহ লোক নিহত হয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত এখন গণহত্যার রূপ নিয়েছে। বিশ্ব সম্প্রদায় নীরব, বিশেষ করে সুদানের জন্য ভিন্নতর মনোভাব দেখা যাচ্ছে, সম্ভবত তাদের কালো রঙের কারণে বিশ্ব মানবতা ততটা সাড়া দিচ্ছে না।’ মার্কেটিং বিভাগের ছাত্র অনিক কুমার দাস বলেন, ‘সাম্রাজ্যবাদের পেটোশি ও লোভের কারণে আজ সুদানের সাধারণ মানুষ নির্মম নিপীড়নের শিকার হচ্ছে। আমরা বিশ্বের সব মজলুম ভাইদের এক হয়ে এই নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানাই।’ আন্দোলনকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে দাবি তুলেছেন, দ্রুত ও কার্যকরভাবে আন্তর্জাতিক হস্তক্ষেপ ও মানবিক সহায়তা নিশ্চিত করে সুদান সংকটের স্থায়ী সমাধান করা হোক। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
Read Entire Article