‘সেনাবাহিনীই ভারতের হামলার উপযুক্ত জবাব দেবে’
                    
            
            পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এর জবাবে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। এমনকি সেনাবাহিনীকে পাল্টা হামলার অনুমতি দিয়েছে পাকিস্তান। এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ খান। তিনি বলেন, সেনাবাহিনীই ভারতের হামলার উপযুক্ত জবাব দেবে।
বুধবার (০৭ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
রানা সানাউল্লাহ বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে পাকিস্তান ভারতের আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। দেশের সামরিক নেতৃত্ব পরিস্থিতি অনুযায়ী সেই জবাব নির্ধারণ করবে।
জিও নিউজের ‘ক্যাপিটাল টক’ অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব, সরকার এবং প্রধানমন্ত্রী—তিনিই জাতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ভারত যদি আগ্রাসন চালায়, তাহলে তার চেয়ে কঠিন জবাব দেওয়া হবে। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি।
রানা সানাউল্লাহ আরও বলেন, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে এ বিষয়েও একমত হয়েছে যে, দেশের প্রতিরক্ষা রক্ষায় সেনাবাহিনী উপযুক্ত সিদ্ধান্ত নেবে।
এর আগে পাকিস্তান সরকার জানিয়েছে, তাদেরও ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে। এটি বাস্তবায়নে সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে—যদিও ভারত এই দাবি অস্বীকার করেছে।                    
                    
        
        
 5 months ago
                        89
                        5 months ago
                        89
                    








 English (US)  ·
                        English (US)  ·