সম্ভবত পৃথিবীর আর কোনো স্টেডিয়ামে বয়সের হিসাব এত অর্থহীন হয়ে যায় না, যতটা হয় যখন মাঠে থাকেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টাবুকে কিং খালিদ স্পোর্টস সিটি স্টেডিয়ামের আলোয় আবারও যেন সময় থেমে গেল তার জন্য। এক পেনাল্টি, এক মুহূর্ত, আর এক নতুন ইতিহাস—সৌদি প্রো লিগে রোনালদো ছুঁয়ে ফেললেন একশ’ গোল অবদানের মাইলফলক।
শনিবার রাতে নিয়ম এসসির বিপক্ষে ৩–১ গোলে জয়ের ম্যাচে আল নাসরের জার্সিতে রোনালদোর সেই গোল যেন আবারও প্রমাণ করল, বয়স শুধু সংখ্যামাত্র। দুই দশক ধরে যেভাবে তিনি ফুটবলকে শাসন করে চলেছেন, রিয়াদের এই অধ্যায়ও তেমনি সোনালি হয়ে উঠছে।
শনিবার (৮ নভেম্বর) টানা সাত ম্যাচ জয় নিয়ে মাঠে নামে আল নাসর, আর শুরু থেকেই ম্যাচের ছন্দটা তাদেরই হাতে ছিল। রোনালদো, জোয়াও ফেলিক্স ও সাদিও মানের আক্রমণভাগ যেন ঝড় তুলে দেয় নিয়মের রক্ষণে। প্রথমার্ধে গোল না এলেও বিরতির পরেই খেলা বদলে যায়। রোনালদোর নেওয়া ফ্রি কিক দেয়ালে লেগে ফিরে আসে, সেটি নিয়েই আঙ্গেলোর শটে এগিয়ে যায় আল নাসর।
তারপরই ম্যাচের রঙ বদলে দেয় নিয়মের একটি মুহূর্তের ভুল। লুসিয়ানো রদ্রিগেজ বোউশালের মুখে কনুই মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) মাধ্যমে নিশ্চিত হয় সিদ্ধান্তটি। ১০ জন নিয়ে বাকি সময়টা যেন নিয়মের জন্য হয়ে ওঠে পাহাড় ডিঙানোর মতো কঠিন।
৬৫ মিনিটে আসে সেই মুহূর্ত। ফেলিক্সকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় আল নাসর। আর যেই মুহূর্তে বলটি রাখা হয় স্পটের ওপর, গোটা স্টেডিয়াম জানত—এই ইতিহাস লেখা হবে রোনালদোর পায়ের ছোঁয়ায়। বরাবরের মতোই ঠাণ্ডা মাথায় গোলরক্ষক ম্যাক্সিমিয়ানোকে ভুল পথে পাঠিয়ে গোল করেন রোনালদো।
সেই গোল শুধু স্কোরলাইন বাড়ায়নি, যোগ করেছে রেকর্ডবইয়ে নতুন অধ্যায়—সৌদি প্রো লিগে রোনালদোর ১০০তম গোল অবদান (৮৩ গোল, ১৭ অ্যাসিস্ট, মাত্র ৮৫ ম্যাচে)। একেবারে অবিশ্বাস্য ধারাবাহিকতা, যা তাঁর প্রোফাইলকে আরও মহাকাব্যিক করে তুলছে।
পরে ফেলিক্স দলের তৃতীয় গোলটি করে গোলদাতাদের তালিকায় রোনালদোকে ছাড়িয়ে যান, তবে আলোটা নিভে যায়নি রোনালদোর চারপাশে। কারণ, তাঁর এই শতক শুধু এক ব্যক্তিগত অর্জন নয়—এটা ছিল প্রমাণ, ৪০-এর কাছাকাছি বয়সেও বিশ্ব ফুটবলের কেন্দ্রবিন্দুতে থাকা যায়, যদি নামটা হয় ক্রিশ্চিয়ানো রোনালদো।

2 hours ago
7








English (US) ·