স্কোয়াড ঘোষণা ছাড়াই চলছে নেপাল ম্যাচের ক্যাম্প
খেলা
ক্রীড়া প্রতিবেদক 2025-11-05কদিন আগে যমজ সন্তানের বাবা হয়েছেন। স্ত্রীর পাশে থাকায় জাতীয় দলের ক্যাম্পের শুরুতে ছিলেন না বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মঙ্গলবার ঢাকায় এসে বিকেলে দলের অনুশীলনে যোগ দেন এ স্প্যানিয়ার্ড। অনুশীলন শুরুর আগে নেপাল ও ভারত ম্যাচ নিয়ে নিজের লক্ষ্যের কথা জানান ক্যাবরেরা। একই সঙ্গে তাঁকে শুনতে হয়েছে ক্যাম্প শুরু হলেও কেন বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়নি প্রশ্নটি। এমন প্রশ্ন শুনে ক্যাবরেরা পুরো দায় চাপিয়ে দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর, ‘আমার মনে হয় এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দিই। খেলোয়াড় তালিকা গণমাধ্যমে না দেওয়ার বিষয়টি বাফুফের সিদ্ধান্ত।’
১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আর ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা চৌধুরী-শমিত সোমরা। আজ থেকে নেপাল ম্যাচের টিকিট বিক্রি শুরু করছে বাফুফে।
এই দুটি ম্যাচের প্রস্তুতি গত বৃহস্পতিবার শুরু হয়েছে। তালিকা গোপন করেই চলছে জাতীয় দলের ক্যাম্প। সহকারী কোচ, ম্যানেজার এমনকি দলের খেলোয়াড়রাও জানেন না কারা ডাক পেয়েছেন।
ক্যাবরেরা একাই তালিকা চূড়ান্ত করেন। এবারই প্রথম নয়, অতীতেও ক্যাম্প শুরুর আগে স্কোয়াডের তালিকা দেওয়া হয়নি। এটা কি কোচের সিদ্ধান্তে? প্রশ্নটি শুনে বড় গলায় ক্যাবরেরার উত্তর, ‘না, না। এটা কোচদের নির্দেশ নয়। আমি সবসময় ক্যাম্পের আগে তালিকা দিয়ে থাকি।’ তবে বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেছেন অন্য কথা, ‘এখন পর্যন্ত মিডিয়া ডিপার্টমেন্টের হাতে জাতীয় দলের তালিকা আসেনি। তাই দেওয়া হয়নি।’
ক্যাম্পে এখনও বসুন্ধরা কিংসের সাত ফুটবলার যোগ দেননি। ১০ নভেম্বর ইংল্যান্ড থেকে হামজা ঢাকায় ফিরবেন। শমিতের কিছুটা বিলম্ব হবে। তবে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে এই দুই ফুটবলারকে খেলাতে চান ক্যাবরেরা, ‘হামজা সম্ভবত ১০ তারিখের মধ্যে চলে আসবে। সবকিছু যদি ঠিকঠাক চলে এবং সে (হামজা) ভালো বোধ করে, তাহলে কেন নয়? সে অবশ্যই খেলবে। আর শমিত সম্ভবত একটু পরে আসছে। নেপাল ম্যাচে তার অন্তত কিছু মিনিট যেন খেলার সুযোগ হয়, আমরা সে চেষ্টা করব।’
সামনে প্রতিপক্ষ নেপাল হলেও বাংলাদেশের মূল ফোকাস ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। ক্যাবরেরা ভারতের বিপক্ষে জয়ের আশা করছেন, ‘এটাই লক্ষ্য, অবশ্যই দুটি ম্যাচ জেতা। এর আগে নেপালের বিপক্ষে জয়ের জন্য ভালো প্রস্তুতি নেওয়া। পাশাপাশি প্রধান উদ্দেশ্য ভারতের বিপক্ষে জয়।’
© Samakal
2 days ago
1









English (US) ·