শরীয়তপুরের ডামুড্যায় সাইফুল কাজী (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী তালাক দেওয়ায় তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা পরিবারের।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব কুতুবপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল কাজী ওই এলাকার সিরাজ কাজীর ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল দেড় বছর আগে দাঁড়াইসকাটি এলাকার লামিয়া নামের এক মেয়েকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যাওয়ার পর স্ত্রীর সঙ্গে কলহ সৃষ্টি হয়। বুধবার সাইফুলকে তালাক পাঠান লামিয়া। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। পরে বৃহস্পতিবার ভোরে একটি গাছের সঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা পরিবারের।
বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ডামুড্যা থানার উপ-পরিদর্শক নারায়ন চন্দ্র বলেন, স্ত্রী তালাক দেওয়ার ওই যুবক বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি হতাশা থেকে ফাঁস নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ বিষয়ে তদন্ত চলছে।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বিধান মজুমদার অনি/জেডএইচ/জেআইএম

5 months ago
27









English (US) ·