স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত
সারাদেশ
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি 2025-11-05বরিশালের আগৈলঝাড়ায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় বিএনপির ছয় নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার পয়সারহাট বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেমায়েত শিকদার সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হন। মঙ্গলবার আদালত থেকে জামিন পান তিনি। তাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আ. মন্নান শেখ ও তার ভাই আ. হান্নান শেখকে সন্দেহ করেন হেমায়েত। বুধবার বেলা ১১টার দিকে ১৫-২০ সহযোগী নিয়ে পয়সারহাট বন্দরে মন্নান শেখের ওপর হামলা করেন হেমায়েত। খবর পেয়ে মন্নান শেখের ভাই হান্নান শেখ ঘটনাস্থলে এলে তাকে মারধর করে আহত করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার সহযোগীরা। এ সময় হামলাকারীদের নিবৃত করতে গিয়ে হামলার শিকার হন ইউনিয়ন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তানভীর শেখ, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অলিদ শিকদার ও ওয়ার্ড বিএনপি কর্মী রুবেল শেখ। পরে স্থানীয় ব্যবসায়ী যুবদল নেতা বাবু খানের ওপর হামলা করে তাকে গুরুতর আহত করেন হেমায়েত ও তার সহযোগীরা। স্থানীয়রা গুরুতর আহত বাবু খান, হান্নান শেখ ও রুবেল শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযোগ অস্বীকার করে হেমায়েত শিকদার বলেন, তিনি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে আহত হয়ে তিনি গোপালগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত ব্যবসায়ী আ. মন্নান শেখ বলেন, হেমায়েত শিকদারের নেতৃত্বে একদল লোক তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তার ভাইসহ আরও পাচজন আহত হয়েছেন।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© Samakal
10 hours ago
2









English (US) ·