হঠাৎ হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

1 day ago 8

হঠাৎ অসুস্থতায় বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে ভর্তি করা হয়েছে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। ৮৯ বছর বয়সে তার শারীরিক অবস্থার অবনতিকে ঘিরে চিন্তায় ভক্ত-পরিবার-সহকর্মীরা।

ভারতীয় এক গণমাধ্যমে ধর্মেন্দ্র পরিবারের ঘনিষ্ঠ একজন এ বিষয়ে বলেন, ‘গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রুটিন চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট আসতে কিছুটা সময় লাগবে, তাই পরিবার সিদ্ধান্ত নেয়, সব রুটিন পরীক্ষা-নিরীক্ষা ঠিকভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তার সেখানে থাকা ভালো হবে। তিনি বয়স্ক এবং চিকিৎসকদের যথাযথ যত্নের প্রয়োজন। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’।

এদিকে আরও জানা যায়, শারীরিকভাবে খুব একটা ভালো নেই ধর্মেন্দ্র। গত বছরও কয়েক দফা তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। চলতি বছরের শুরুতে তার চোখের ছানির অস্ত্রোপচার হয়েছে।  

অস্ত্রোপচারের পর পাপারাজ্জিদের ধর্মেন্দ্র বলেছিলেন, ‘আমি এখনো অনেক স্ট্রং এবং প্রাণবন্ত। আমার চোখে অস্ত্রোপচার হয়েছে। আমি তোমাদের ভালোবাসি। আমি শক্ত আছি’।

এ বয়সেও সিনেমায় অভিনয় করছেন ধর্মেন্দ্র। গত দুই বছরে তার অভিনীত দুটো সিনেমা মুক্তি পেয়েছে। ‘ইক্কিস’ নামে একটি হিন্দি সিনেমার কাজও শেষ করেছেন। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Read Entire Article