হাটহাজারীতে তিন ডাকাত গ্রেপ্তার, উদ্ধার হাঁসুয়া-চাপাতি-ছুরি
                    
            
            চট্টগ্রামের হাটহাজারীতে ক্লুলেস ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনই উত্তর চট্টগ্রামের দুর্ধর্ষ ডাকাত।
সোমবার (১২ মে) হাটহাজারি সার্কেলের উপপুলিশ কমিশনার কাজি মোহাম্মদ তারেক আজিজ কালবেলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফটিকছড়ি থানাধীন আজাদীবাজার ও নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত ২০ এপ্রিল গভীর রাতে হাটহাজারী থানাধীন ধলই এলাকার হাদুরখীল শরীফের বাড়িতে প্রবেশ করে সংঘবদ্ধ ডাকাতদল নগদ টাকা, সোনার গহনা ও ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে যায়। সেসময় ডাকাতিতে বাধা প্রদান করলে ডাকাতরা বাড়ির এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করে আহত করে।
হাটহাজারী থানা সূত্রে জানা গেছে, হাটহাজারী থানাধীন ধলই এলাকার হাদুরখীল শরীফের বাড়িতে ক্লুলেস ডাকাতির ঘটনায় দুর্ধর্ষ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে ২টি হাঁসুয়া, ২টি চাপাতি, ৫টি ছুরিসহ বিপুল পরিমাণ ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
উপপুলিশ কমিশনার মোহাম্মদ তারেক আজিজ বলেন, গ্রেপ্তার-পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন। ডাকাতির ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
                     
                    
        
        
                        5 months ago
                        126
                    








                        English (US)  ·